শেষ মূহুর্তে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে খালেদ-শহীদুল
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
রাত
পোহালেই সাগরিকায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে মুমিনুলের
নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন হুট করে বাংলাদেশের টেস্ট দলে
অন্তভুর্ক্ত হলেন পেসার খালেদ আহমেদ ও শহীদুল ইসলাম।
এর আগে সোমবার
টি-টোয়েন্টি সিরিজ শেষে রাতে প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন যুব
বিশ্বকাপজয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়। এছাড়া আছেন পেসার রেজাউর
রহমান রাজা। চোটের কারণে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ। পুরোপুরি ফিট না
হওয়ায় ১৬ জনের স্কোয়াড থেকে ছিটকে যান সাকিব। ফলে চট্টগ্রাম টেস্টে
বাংলাদেশের স্কোয়াড হলো ১৭ জনের।
পেসার খালেদ খেলেছেন দুই টেস্ট। ২০১৮
সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক। ২০১৯ সালে নিউ জিল্যান্ডে
খেলেছেন সবশেষ টেস্ট। ২ ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। এছাড়া শহীদুল দলের
সঙ্গে গিয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি।
পাকিস্তানের
বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে স্বাগতিকরা। সেই
ক্ষত ভুলে আগামীকাল শুক্রবার চট্টগ্রামে শুরু হবে দুই টেস্টের প্রথমটি।