Published : Saturday, 9 October, 2021 at 12:00 AM, Update: 09.10.2021 1:22:37 AM

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ১৬ কেজি গাঁজা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রাশেদুল ইসলাম। সে কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রফিজ মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, এ বিষয়ে কমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।