ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪০ পদের জন্য প্রার্থী ৫০ হাজার!
Published : Saturday, 9 October, 2021 at 12:00 AM
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লিখিত পরীক্ষা হয়েছে। এ কোম্পানিতে লোক নেওয়া হবে ৩০-৪০ জনের মতো।
এ কজনের পদে পরীক্ষা দিয়েছেন প্রায় ৫০ হাজার চাকরি প্রার্থী।
শুক্রবার (০৮ অক্টোবর) এ পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সামনে ভিড় করে চাকরি প্রার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের মধ্যে ছিলো না করোনা সচেতনাতা। অধিকাংশই মাস্কবিহীন কেন্দ্রের বাইরে পরীক্ষার প্রস্ততি নিচ্ছিলেন।
আল মাসুদ ফয়সাল নামে এক চাকরিপ্রার্থীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, কেন্দ্রে এসে এতো মানুষের সমাগম দেখে অবাক লাগছে। কারো মধ্যে তেমন সেচেতনতা নেই। সারাদেশ থেকে প্রায় ৪৫-৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। তবে নিয়োগ হবে মাত্র ৩০-৪০ জন।
রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ ল্যাবরেটরি ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, পরীক্ষা শুরু হওয়ার প্রায় ৩০-৪০ মিনিট আগে মূল ফটক খুলে দেওয়া হয়। তখন গেটের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। যেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। এসময় কেন্দ্রের গেটে পুলিশ, আনসার বারবার সতর্ক করলেও অনেকেই মাস্কবিহীন অবস্থায় কেন্দ্রে প্রবেশ করেন।

সাড়ে ২২ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক এক
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আল আমিন (৩২) নামে এক যুবকে বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির কাছে সৌদি, ইউএসসহ বেশ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করে।
জব্দ করা বৈদেশিক মুদ্রার বাংলাদেশি টাকায়  বাজার মূল্য ২২লাখ ৪২ হাজার টাকা।
শুক্রবার (৮ অক্টোবর) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবরের নেতৃত্বে (এএসআই) সাকলাইনসহ বৈদেশিক মুদ্রাসহ আল-আমিনকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, বেলা একটার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এসে থামে। সেই ট্রেনের যাত্রী ছিল আল আমিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন থেকে তাকে তল্লাশি করে এই বৈদেশিক মুদ্রার উদ্ধার করা হয়। যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।  
 বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।