কুমিল্লার চান্দিনা পৌরসভায় মাহে রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
শুক্রবার (৮ অক্টোবর) বাদ জুম্মা রেজভীয়া দরগাহ্ শরীফের ভক্ত মুরিদানের উদ্যোগে এবং বাংলাদেশ রেজভীয়া তা'লিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন চান্দিনা উপজেলা শাখার ব্যবস্থাপনায় ওই র্যালি হয়।
পৌর এলাকার ছায়কোট মাদরাসা-এ-নূরীয়া থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা মোকামবাড়ী শাহী ঈদগাহ ময়দানে গিয়ে আলোচনা সভার আয়োজন করে।
এতে বক্তৃতা করেন- ফাউন্ডেশনের মহাসচিব মুফ্তি কাজী ছিদ্দিকুর রহমান রেজভী। সভায় মাও. এম এ মুবিন আনোয়ারী রেজভী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ফাউন্ডেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. হুমায়ুন কবির আজাদী, সহ-সাধারণ সম্পাদক মাও. কাজী আব্দুর রশিদ রেজভী, মো. সালাহউদ্দিন, মুফ্তি শফিকুল ইসলাম মোজাহিদী, সাংগঠনিক সম্পাদক মাও. মুহাম্মদ আব্দুল হাকিম রেজভী আন নাজিরী, সমাজ কল্যাণ সম্পাদক মাও. হুমায়ুন কবির রেজভী, আবদুল হক, মো. এমরান হোসেন, ফরহাদ হোসেন, মাও. শাহ আলম, মাও. আবু জাফর রেজভী, মো. মনু মিয়া, মো. সুমন কাজী প্রমুখ।