Published : Tuesday, 5 October, 2021 at 12:00 AM, Update: 05.10.2021 12:59:26 AM

শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোহাগ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার বিনাইপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ বিনাইপাড় গ্রামের মো.আঞ্জুমান মাঞ্জুর ছেলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে ওই দিন রাতেই সোহাগকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্র ও তদন্তকারী কর্মকর্তা এসআই মো, নাজমুল জানান, ভুক্তভোগী ওই কিশোরী সোহাগের পাশাপাশি বাসিন্দা। গত তিন মাস আগে সোহাগের বড় বোনের সন্তান ভূমিষ্ট হওয়ায় ওই কিশোরীকে সোহাগের পরিবার নবজাতককে দেখাশুনা করার জন্য নিয়ে যায়। রাতে ওই কিশোরী সোহাগের বাড়িতে থাকত। সোহাগের বাড়িতে থাকাবস্থায় ওই কিশোরীর সাথে সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সোহাগ গত ২ জুলাই রাতে ওই কিশোরীর সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। এতে ওই কিশোরী তিন মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। শনিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হয়। পরে ওই কিশোরীর মা দেবিদ্বার থানায় এসে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই কিশোরীর মা জানান, সোহাগ আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমার মেয়ে বর্তমানে তিন মাসের অন্তসত্ত্বা। থানায় একটি মামলা দায়ের করেছি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান বলেন, ঘটনার পর পরই সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোহাগ ধর্ষণের কথা স্বীকার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।