লাকসামে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM, Update: 04.10.2021 12:31:17 AM

কুমিল্লার
লাকসামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর
রোববার সকালে উপজেলা দৌলতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় উপকূল এক্সপ্রেসের
ধাক্কায় তার মৃত্যু হয়। জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল
এক্সপ্রেসের সঙ্গে লাকসাম দৌলতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রেলপথ পারাপারের
সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত
ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।