Published : Tuesday, 5 October, 2021 at 12:00 AM, Update: 05.10.2021 12:59:17 AM

মো. মিজানুর রহমান ||
সদর দক্ষিণ মডেল থানা পুলিশ গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে চার পরোয়ানা ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে নিশ্চিত করছেন।
রোববার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার, এসআই মামুন, এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয়ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র মিজান মিয়া (৬০), দক্ষিণ সিন্দুয়া গ্রামের মৃত বসত আলীর পুত্র মোঃ মমিন (৪৭) একই গ্রামের মোঃ দুলাল মিয়ার পুত্র মোঃ সোহাগ (৩৩) ও দক্ষিণ বাগমারা গ্রামের শাহ আলমের পুত্র দেলোয়ার হোসেন (৪৮) কে গ্রেফতার করেছেন। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।