Published : Monday, 4 October, 2021 at 12:00 AM, Update: 04.10.2021 12:31:29 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় অন্তত ৩০ যাত্রী নিয়ে যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে পড়েছে। রবিবার সকালে কুমিল্লা-বরুড়া সড়কের
আমড়াতলী ইউনিয়নের লাইজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে নারী,
পুরুষসহ প্রায় ১৫ যাত্রী। তবে দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়
সূত্রে জানা যায়, সকালে বলাকা পরিবহনের একটি বাস বরুড়া থেকে কুমিল্লার
উদ্দেশ্যে ছেড়ে আসে। সড়কের লাইজলা এলাকায় পৌঁছলে বাস নিয়ন্ত্রন হারিয়ে
খাদে উল্টে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে স্থানীয়দের
সহযোগিতা করে।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার বলেন, যাত্রীবাহী বাস উল্টে
সড়কের পাশে খাদে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের বিভিন্ন
হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত বাসটি
উদ্ধার করা হয়েছে।