সদর দক্ষিণে ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, একজন গ্রেফতার
Published : Tuesday, 5 October, 2021 at 12:00 AM, Update: 05.10.2021 12:59:13 AM

মো. মিজানুর রহমান ||
সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের লক্ষীপুর (লইপুরা) এলাকা থেকে গত রোববার রাতে ১২৭ বোতল ফেনসিডিল ও একটি হাইয়েসসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার, এএসআই আলমঙ্গীর ও দেলোয়ার হোসেন সঙ্গীয়ফোসসর্হ অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেনসিডিল এবং একটি হাইয়েসসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জামমুড়া গ্রামের মিলন মিয়ার পুত্র রনি (২২) গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।