ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিলেট মহাসড়কে কুমিল্লা ট্রান্সপোর্ট, সুগন্ধা ট্রান্সপোর্ট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা
Published : Tuesday, 5 October, 2021 at 12:00 AM, Update: 05.10.2021 12:59:10 AM
কুমিল্লা সিলেট মহাসড়কে কুমিল্লা ট্রান্সপোর্ট, সুগন্ধা ট্রান্সপোর্ট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণাকুমিল্লা-সিলেট রোডের কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা সার্ভিস আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে দি কুমিল্লা মোটর এসোসিয়েশন। চট্টগ্রাম -সিলেট রোডের রয়েল সার্ভিস নামে একটি ট্রান্সপোর্টের পারমিট নিয়ে চট্টগ্রাম থেকে শুরু না করে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে সিলেট রোডে যাত্রী পরিবহণ শুরু করে।
জহির খান নামে একব্যক্তি পরিবহণ নীতিমালা লঙ্ঘণ করে রয়েল সুপার সার্ভিস অবৈধভাবে মাঝ পথ থেকে যাত্রী পরিবহণ করার প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দি কুমিল্লা মোটর এসোসিয়েশনের প্রধান কর্যালয়ে পরিবহণ মালিক শ্রমিক ঐক্যপরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়।
এসময় নেতৃবন্দ বলেন- মঙ্গলবার থেকে সিলেট রুটের কুমিল্লা ট্রান্সপোর্ট ও সুগন্ধা পরিবহন বন্ধ থাকবে । রয়েল সার্ভিসের অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পর্যায়ক্রমে কুমিল্লা নগরীর চারটি বাস টার্মিনাল থেকে সবধরণের এবং সকল রুটের যাত্রী পরিবহণ বন্ধ ঘোষণা করা হবে।
গাজী শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সহ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্মসম্পাদক খলিলুর রহমান, শ্রমিক নেতা শহিদুর রহমান, মফিজুল ইসলাম, আনিসুর রহমান টিটুসহ আরো অনেকে।
বক্তারা আরো বলেন রয়েল সার্ভিস চট্টগ্রাম থেকে সিলেট রোডে রোটপার্মিট নিয়ে কোনভাবেই মাঝপথ থেকে যাত্রা শুরু করতে পারে না। এটা বিধি বহির্ভুত । এ অভিযোগে আমরা তাদের রোডে পারমিট বাতিলেরও দাবি জানাই ।