ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. মোশাররফ সস্ত্রীক করোনায় আক্রান্ত
Published : Friday, 2 April, 2021 at 12:00 AM, Update: 02.04.2021 1:02:40 AM
সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. মোশাররফ সস্ত্রীক করোনায় আক্রান্তআলমগীর হোসেন,দাউদকান্দি।।
বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক সভাপতি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনকে ভর্তি করা হয়েছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা এক যৌথ বিবৃতিতে বিএনপি'র অন্যতম এই জ্যেষ্ঠ নেতার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন। তারা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সর্বস্তরের নেতা-কর্মীসহ সবার কাছে ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে ড.খন্দকার মোশাররফ হোসেনের ছেলে আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনও তার বাবা-মা'র সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন।