ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা টিকার কোন বিকল্প নেই: সিভিল সার্জন
কুমিল্লায় টিকা নিয়েছে ২ লাখ ৩২ জন---
Published : Friday, 2 April, 2021 at 12:00 AM, Update: 02.04.2021 1:02:52 AM

করোনা টিকার কোন বিকল্প নেই: সিভিল সার্জনতানভীর দিপু:  কুমিল্লায় করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা ও সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সথে মত বিনিময় করেছেন নব নিযুক্ত জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন মোবারক হোসাইবলেন, কুমিল্লায় আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি বাড়ছে কুমিল্লা নগরীতে। তাই আমরা নগরীকে বেশি ফোকাস দিচ্ছি। করোনা মোকাবেলায় সরকারের জারি করা নির্দেশনা কার্যকর করতে জেলা প্রশাসন ও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সিভিল সার্জন আরো বলেন, ৩০ মার্চ করোনার টিকার প্রথম ডোজ প্রয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা বলা হলেও সরকার থেকে এখনো  আমরা কোন নির্দেশনা পাইনি। যার কারণে আমাদের প্রথম ডোজ প্রয়োগ এখনও চলছে। প্রতিটি এলাকায় টিকা নিতে মাইকিং করা হচ্ছে। আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হলেও গত ১৫ দিন ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে। করোনা থেকে রক্ষা পেতে হলে সকলের টিকা গ্রহণের কোন বিকল্প নেই ।
প্রথম ধাপে কুমিল্লার জেলার ১৭টি উপজেলার জন্য ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা পাওয়া গেছে; এটা আমাদের সৌভাগ্য। গত ৭ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কুমিল্লায় টিকাদান কর্মসূচি শুরুও হয়। এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ২ লাখ ৫৭ হাজার ৯৩৯ জন। এর মধ্যে ৩১ মার্চ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ২ লাখ ৩২ জন বলে সভায় জানানো হয়।
সভায় জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.ইকবাল হোসেন ও ডা. সৌমেন রায় বক্তব্য রাখেন।