রোববার ৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ!
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৭:১৫ পিএম |

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ! যুক্তরাষ্ট্রে টিকিটক নিষিদ্ধের বিল পাস করেছে দেশটির সিনেট। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) বিলটি পাস হয়। আজ বুধবার (২৪ এপ্রিল) বিলটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। খবর বিবিসির।

বিলের শর্ত অনুযায়ী, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার আগামী নয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি ব্লক করে দেয়া হবে।
 
বাইটড্যান্স বিবিসিকে জানিয়েছে, এ পদক্ষেপের বিষয়ে তাদের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া নেই। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল,তারা টিকটক বিক্রি করতে বাধ্য করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে।
 
তবে যদি যুক্তরাষ্ট্র বাইটড্যান্সকে নিজেদের শেয়ার বিক্রি করার জন্য বাধ্য করতে পারে তাহলে তাদের টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে। তবে বেইজিং এরই মধ্যে শক্তভাবে এর বিরোধিতা করেছে।
 
এর আগে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চারটি বিলের একটি প্যাকেজের সঙ্গে এ বিলটি পাস হয়েছিলো। ওই প্যাকেজে ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা বিষয়ও ছিল।
জানা গেছে, চালুর অল্প সময়ের মধ্যেই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠা ভিডিও শেয়ারের অ্যাপটি নিষিদ্ধের জন্য গত শনিবার প্রস্তাব উঠলে তা বড় ধরনের সমর্থন লাভ করে মার্কিন প্রতিনিধি পরিষদে।












সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট
ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মনোনয়পত্র বৈধ ৫ জন প্রার্থীর
ব্রাহ্মণপাড়ায় ১১ মামলার আসামী কুখ্যাত ডাকাত দেলু গ্রেপ্তার
কুমিল্লায় বাদ পড়লেন ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ৭জন
‘কোরবানির আগে পেঁয়াজের দাম হবে ৫০ টাকার মধ্যে’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফিক শিকদার আওয়ামী লীগের জন্য কিছুই করেননি
হানি ট্র্যাপিং করে প্রায় ৩০ লাখ টাকা চাঁদা আদায়, ৭ প্রতারক গ্রেপ্তার
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
অন্তঃসত্বা গৃহবধূকে জবাই করে হত্যাকারী পাষ- স্বামী আটক
‘হানি ট্র্যাপিং’ করে প্রায় ৩০ লাখ টাকা আদায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft