
কুমিল্লায়
 সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইনপ্রণয়নে 
সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে সক্ষমতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের অংশ 
হিসেবে গতকাল সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত
 কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. 
হাফিজ আহমেদ চৌধুরী। 
অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বরুড়ার 
সভাপতিত্বে সভায় বিভিন্ন পেশায় নিয়োজিত জনগোষ্ঠীকে তাদের সাংবিধানিক ও আনগত
 অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ 
বিভাগের কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও 
কর্মী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে 
সাংবিধানিক ও আইনগত অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। 
সভায় অংশ নেন 
স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা 
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক ( 
উন্নয়ণ ও মানব সম্পদ ) মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর 
সিদ্দিক, এডভোকেট বদিউল আলম সুজন, সিভিল সার্জন নাছিমা আক্তার, জেলা 
প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, জেলা মৎস কর্মকর্তা বেলাল 
হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার 
মোঃ সফিউল আলম, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা 
প্রেস ক্লাব সভাপতি এনামুল হক ফারুক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ 
পরিচালক চৌধুরী ইমরুল হাসান, নবাব ফয়জুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়ের 
প্রধান শিক্ষক রাশেদা আক্তারসহ অন্যান্য সরকারি দপ্তর, এনজিও কর্মী, 
ক্ষুদ্র-নৃগোষ্ঠী, শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।  
                                                                                
