২০২৪
সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে
পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনেশিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে
কুমিল্লা সদর উপজেলার আন্দোলনে আহত ১৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। স্মরণ
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল
কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সিভিল সার্জন নাছিমা আক্তার,
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন
শর্মা। রাজনৈতিক ব্যাক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির
ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির
চট্টগ্রাম বিভগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহ্বায়ক
উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা পিপি কাইমুল হক
রিংকু, জামাত নেতা মো শাহজাহান, ৮০'র দশকের ছাত্র নেতা শাহ মো সেলিম,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব মোঃ রুবেল
হোসাইনকুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল
হাসান, আন্দোলনে আহত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ফয়জুল ইসলাম,
ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী নূর হোসাইনসহ বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
সবাই জুলাই আগস্ট এর আন্দোলনে শহীদদের আপনার মাত্রা কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
স্মরণ
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সমন্বয়ক ও আহত শিক্ষার্থীরা,
আন্দোলনের সময়কার পরিস্থিতি ও বর্তমানে আহতদের শারীরিক ও সামাজিক
পরিস্থিতির বিবরণ তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা, আন্দোলনে আহতদের
সুচিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি নিজস্ব উদ্যোগে ফান্ড গঠন
করার তাগিদ দেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ জায়গা থেকে আহতদের
সহযোগিতা করার আশ্বাস দেন।