ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় অটো রিক্সার ছয় যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত দুইজন। অরক্ষিত লেভেল কোচিং এর কারনেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনা তদন্তে ৪ সদসের প্রতিনিধি দল গঠন করেছে রেলওয়ে বিভাগ।
মঙ্গলবার সকাল দশটায় বাক্সিমুল গ্রাম থেকে গাজীপুরের উদ্দেশ্যে অটো রিক্সায় করে যাচ্ছিলেন আট জন। কালিকাপুর এলাকায় পৌঁছালে লেভেল কোচিংয়ে আটকে যায় অটো রিক্সাটি। এই সময় দ্রুতগামী বিরতহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন অটো রিক্সাটিকে ধাক্কা দিলে। ঘটনাস্থলেই নিহত হয় অটো রিক্সার ৬ যাত্রী। গুরুতর আহত হয়েছে অন্তত আরো দুইজন। নিহতারা সবাই স্থানীয় বাকশিমুল ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বাকশীমূল থেকে গাজীপুরগামী রাস্তায় রেলের যে লেভেল ক্রসিং রয়েছে সেখানে কোন গেইট নেই। যে কারণে ট্রেন আসা যাওয়ার সময় অপর পাশ থেকে সড়কে চলাচলকারী যানবাহন ট্রেন চলাচল দেখতে পায় না। যে কারণে এ দুর্ঘটনা।
দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এলাকাবাসীর ক্ষোভ, বারবার এসব লেভেল ক্রসিং এ গেইট এবং গ্রেট মেন দেয়ার প্রতিশ্রুতি দিলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি দীর্ঘ দিনেও।