সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
২৫ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুদক
কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১:৫১ পিএম আপডেট: ২১.১১.২০২৪ ২:০৩ পিএম |

কুমিল্লায় চার জনের অবৈধ সম্পদ  অনুসন্ধান করছে দুদকদায়িত্ব পালনকালে অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহি:ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার দুই সাবেক সংসদ সদস্য, উপজেলার একজন সাবেক চেয়ারম্যান ও একজন সাবেক কাউন্সিলরসহ ৪ জনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে কুমিল্লা দুর্নীতি দমন কমিশন। এরা হলেন কুমিল্লার বরুড়ার আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল, বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য আবু জাহের, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সরওয়ার এবং কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি। দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপ পপরিচালক মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সাবেক সংসদ সদস্য আবু জাহেরের বিরুদ্ধে দুদক ঢাকা থেকে সরাসরি তদন্ত করছে। সে কারনে দুদকের কুমিল্লা কার্যালয় সে তদন্ত না করে সব তথ্য ঢাকায় পাঠিয়ে দিতে পারে। বাকি তিনজনের তদন্ত দুদক কুমিল্লার কর্মকর্তারা করবেন। অন্যদিকে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সাবেক সংসদ সদস্য আবু জাহের ইতিমধ্যে সীমান্ত পথে ভারতের আগরতলায় পালিয়ে গেছেন। তার যাওয়ার পরই কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার একই সীমান্ত পথে ভারতের আগরতলায় পালিয়ে যান। কয়েকদিন পর একই সীমান্ত পথে বাহারের তার মেয়ে অপসারিত মেয়র তাহসীন বাহার সূচনা প্রথমে ভারতের বক্সনগর ও পরে আগরতলায় পালিয়ে যান। অভিযোগ রয়েছে, তারা সেখান থেকে বিভিন্ন নামে ফেইক ফেসবুক আইডি খুলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে এসব ফেসবুক পেইজ নজরদারিতে রেখেছেন।
এছাড়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সরওয়ার কোথায় পালিয়েছেন সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় নি। কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি দেশেই পালিয়ে আছেন।

দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপ পপরিচালক মো. ইসমাইল হোসেন জানান, কুমিল্লা থেকে শুধুমাত্র চারজনের তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি তারা তাদের পদে থাকার সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহি:ভূত সম্পদ অর্জন করেছেন কিনা। তবে সাবেক সংসদ সদস্য আবু জাহেরের বিরুদ্ধে দুদক ঢাকা থেকে তদন্ত করছে বিধায় আমরা ফাইলটি ঢাকায় পাঠিয়ে দিবো।












সর্বশেষ সংবাদ
পেনশন পেতে হয়রানি
সময় গেলে সাধন হবে না
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী; ক্ষোভে শিক্ষক পেটালেন অভিভাবকরা
নির্জন বিলে পড়েছিলো দুই যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে
নিবেদিতা স্কুল: আলোর নিচে অন্ধকার
লালমাইয়ে দাফনের ৪ মাস পর থেকে লাশ উত্তোলন
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
চান্দিনায় মোটরসাইকেল চুরিকালে চোর আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২