সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
২৫ অগ্রহায়ণ ১৪৩১
ঠিকাদার লাভলুর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আশ্বাস পাথর ব্যবসায়ীর
‘লাপাত্তা’ অভিযোগ সঠিক নয়
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১:০১ এএম |

ঠিকাদার লাভলুর বিরুদ্ধে মামলা তুলে  নেওয়ার আশ্বাস পাথর ব্যবসায়ীরস্টাফ রিপোর্টার।। কুমিল্লার বিশিষ্ট ঠিকাদার মশিউর রহমান চৌধুরী লাভলুর বিরুদ্ধে করা চেক ডিজঅনারের মামলা তুলে নেবেন বলে জানিয়েছেন সিলেটের পাথর ব্যবসায়ী একতা স্টোন ক্রাশারের মালিক আহমদ উল্লাহ। 
গত ১৮ নভেম্বর দৈনিক কুমিল্লার কাগজে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে কুমিল্লার কাগজের হোয়াটস অ্যাপে এক লিখিত বিবৃতিতে আহমদ উল্লাহ এ কথা জানিয়েছেন। তিন কোটি ২০ লাখ টাকা পাওনা দাবি করে মামলা করলেও তিনি এখন বলছেন, কুমিল্লার বিশিষ্ট ঠিকাদার মশিউর রহমান চৌধুরী লাভলু সিলেটে বিগত প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন বিধায় সেই সূত্রে তিনি ঠিকাদার লাভলুর সাথেও ব্যবসা করেছেন। এছাড়া প্রকাশিত সংবাদে ঠিকাদার মশিউর রহমান চৌধুরী লাভলু লাপাত্তা বলে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করে সিলেটের পাথর ব্যবসায়ী একতা স্টোন ক্রাশারের মালিক আহমদ উল্লাহ বলেছেন, আমার জানামতে তিনি নিয়মিত প্রতিদিন তার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসেন। 
সিলেটের পাথর ব্যবসায়ী একতা স্টোন ক্রাশারের মালিক আহমদ উল্লাহ আরো বলেন, মশিউর রহমান চৌধুরী লাভলুর দীর্ঘদিনের ব্যবসা বিদ্যমান যার প্রেক্ষিতে বর্তমানেও তার সাথে আমার ব্যবসা চলমান রয়েছে। এছাড়া একজন রাজনৈতিক ব্যক্তি আ ক ম বাহাউদ্দিন বাহারের নামের কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ে তিনি তার সাথে ব্যবসা করেননি। একতা স্টোন ক্রাশারের মালিক আহমদ উল্লাহ তার পাওনা টাকার বিষয়টি গোল্ডেন ট্রেডার্সের মালিক রুহুল আমিনের মধ্যস্থতায় হিসাব নিকাশ করে প্রাপ্য টাকা পাওয়া সাপেক্ষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলাটি তুলে নিবেন বলে আশ্বস্ত করেছেন।
জানা গেছে,  সিলেটের পাথর ব্যবসায়ী একতা স্টোন ক্রাশারের মালিক আহমদ উল্লাহ গত ১৭ সেপ্টেম্বর যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার জবাব গত ৭ অক্টোবর কুমিল্লার বিশিষ্ট আইনজীবী কাজী আসিফ আহমেদের মাধ্যমে পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিসের জবাব রেজিস্ট্রি ডাকে পাঠানো হয় এবং আইনজীবী মাহফুজুর রহমান ও আহমদ উল্লাহ তা গ্রহণ করেন। 
তাছাড়া কুমিল্লার কাগজের প্রতিবেদক অনুসন্ধান করে দেখেছেন, বিশিষ্ট ঠিকাদার মশিউর রহমান চৌধুরী লাভলু স্বশরীরে উপস্থিত থেকে তার ব্যবসায়ীক কাজ কর্ম পরিচালনা করছেন।  তার মোবাইল ফোনটিও সচল আছে।
এ প্রতিবেদককে কুমিল্লার বিশিষ্ট ঠিকাদার মশিউর রহমান চৌধুরী লাভলু জানান, তিনি লাপাত্তা কথাটি সঠিক নয়, তিনি নিয়মিত ব্যবসায়িক কাজকর্ম করছেন। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এবং আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য এ মিথ্যা অভিযোগ আনা হয়েছে।












সর্বশেষ সংবাদ
পেনশন পেতে হয়রানি
সময় গেলে সাধন হবে না
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত
চান্দিনায় পরীক্ষা হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী; ক্ষোভে শিক্ষক পেটালেন অভিভাবকরা
নির্জন বিলে পড়েছিলো দুই যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিভাগ না দিয়ে কুমিল্লাবাসীর প্রতি জুলুম করা হয়েছে
নিবেদিতা স্কুল: আলোর নিচে অন্ধকার
লালমাইয়ে দাফনের ৪ মাস পর থেকে লাশ উত্তোলন
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের সঙ্গে ৯ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতিনিধি সম্মেলন
চান্দিনায় মোটরসাইকেল চুরিকালে চোর আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২