প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১১:০৬ এএম |
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি বেকারি দোকানসহ কয়েকটি টিনশেড ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে দিকে সরাইপাড়া তালুকদার নগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘রাত ১টা ১০ মিনিটের দিকে সরাইপাড়া এলাকায় একটা বেকারিতে আগুন লেগেছে বলে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে একটি বেকারি, ১০-১২টি টিনশেড বসতঘর এবং দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’