কুমিল্লার
মুরাদনগরে ড্রেজারের গর্তের পানিতে ডুবে দুই বোনসহ তিন জনের মর্মান্তিক
মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর ও
রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি গ্রামে এ দু’টি ঘটনা ঘটে। একই
পরিবারের দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে
এসেছে। নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম। আশ-পাশের লোকজন নিহতদের স্বজনদের
সান্তনা দেওয়ার চেষ্টা করছে।
নিহতরা হলেন, গুঞ্জর গ্রামের সোহেল মিয়ার
মেয়ে সামিয়া আক্তার (১৩) ও সামিবা আক্তার (৭) এবং কামালকান্দি গ্রামের আনু
মিয়ার মেয়ে রিয়া মনি (২৪)।
জানা যায়, বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে
হাবুডুবুু খাচ্ছিল ছোট বোন সামিবা আক্তার (৭)। তাকে উদ্ধার করতে পানিতে
ঝাপিয়ে পড়েন বড় বোন সামিবা আক্তার (১৩)। গর্তের গভীরে পড়ে দু’বোনই পানিতে
তলিয়ে যায়। এ দিকে বাচ্চাদের দুপুরের খাবার খাওয়ার জন্য স্বজনরা তাদের
খুঁজতে বের হয়। খুঁজতে গিয়ে ড্রেজারের গর্তে দু’বোনকে পানিতে ভাসতে দেখে।
তখন স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ড্রেজারের গর্ত থেকে তাদেরকে
উদ্ধার করে। এ সময় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত
চিকিৎসক দু’বোনকে মৃত ঘোষণা করেন।
এদিকে রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি
চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন জানান, বাড়ির পাশের পুকুরে শুক্রবার দুপুরে
গোছল করতে গিয়ে কামালকান্দি গ্রামের আনু মিয়ার মেয়ে রিয়া মনি (২৪) মারা
যায়। মৃত্যু নিশ্চিত হওয়ায় তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়নি। সে স্বামী
পরিত্যক্তা ছিল।
মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক দৈনিক কুমিল্লার
কাগজকে বলেন, কামালকান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন এক মহিলা পুকুরের
পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গুঞ্জর গ্রামে আপন দু’বোন ড্রেজারের গর্তের
পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।