কুমিল্লায়
তাওহীদ হোসেন (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। বুধবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন
নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা
হয়। নিহত তাওহীদ হোসেন ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র । সে কুমিল্লার
চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
স্থানীয়
ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার
টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মাদ্রাসার এক
ছাত্র। ওই ছাত্র পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দিলে তারা পুলিশকে জানালে
পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনা
নিয়ে রহস্য দানা বেঁধেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ একটি আত্মহত্যা বললেও কেউ কেউ
বলছেন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ছেলেটির শরীরের বিভিন্ন অংশে
আঘাতের চিহ্ন দেখা গেছে।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নজির আহমেদ সাংবাদিকদের বলেন, বুধবার রাত ৮ টায় জানতে পারে ছেলেটি বাথরুমে আত্মহত্যা করেছে।
কুমিল্লা
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর
পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।