বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্থানীয় এক অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ
এর সভাপতিত্বে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এর
পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও
মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন।কুমিল্লা মহানগর
জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
মহানগরী কর্মপরিষদ সদস্য মু মাহবুবর রহমান,কাজী নজির আহম্মেদ প্রমুখ।
সভাপতির
বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে
রক্ষা করার দীপ্ত শপথ গ্রহণের মাধ্যমে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি
দিবসে সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহব্বান
জানান।