নিজস্ব
প্রতিবেদক: "ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ" (ড্যাব) কুমিল্লা কর্তৃক
আয়োজিত ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবস' ২০২৪ উপলক্ষে, জাতীয়তাবাদী
আন্দোলনের প্রেক্ষিত ও চিকিৎসক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল
(বৃহস্পতিবার) রাত ৮ টায় কোরআন তেলেওয়াতের মাধ্যমে "কুমিল্লা গোল্ডেন
স্পোন কমিউনিটি সেন্টারে" এ কর্মসূচি পালন করেন ড্যাব কুমিল্লা শাখার
নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালন ও পরিচালনায় ছিলেন ড. মোঃ আবু তাহের মুহিত এবং সভাপতিত্ব করেন ড. আশরাফুল মতিন সাগর।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক
"হাজী আমিনুর রশিদ ইয়াছিন"। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. ইকবাল
আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর
বিএনপির আহবায়ক 'উৎবাতুল বারী আবু'। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য
সচিব, অউসুফ মোল্লা টিপু ও জসিম উদ্দিন।
বক্তব্য দেন - ডা: সফিক - মেডিকেল কলেজ ড্যাব, সেক্রেটারি, ডা: আরিফ হায়দার - কুমিল্লা মহানগর, ড্যাব সেক্রেটারি,
ডা: জাকারিয়া - কুমিল্লা জেলা ড্যাব সেক্রেটারি
সভাপতিত্বে
ছিলেন বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির সভাপতি ডা. আশরাফ উল মতিন সাগর,
সঞ্চালনা করেন সদস্য সচিব ডা. মোঃ আবু তাহের। শৃঙ্খলা কমিটির দায়িত্বে
ছিলেন - ডা বাবু, ডা আল আমিন, ডা শাহ আলম।