কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় দুই পক্ষের বাকবিতণ্ডার বিষয়ে জানতে চাওয়া স্বপন আহমেদ নামে
এক গার্মেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত
স্বপনের চাচাতো ভাই সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (২
নভেম্বর) উপজেলার ভাল্লব এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন আহমেদ ভাল্লব
গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি ঢাকায় গার্মেন্টের ব্যবসা করেন বলে
জানিয়েছেন স্বজনরা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- আহত
মোফাজ্জল হোসেন সোহেলকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো
হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গঙ্গানগর গ্রামের তৈয়ব
আলীর ছেলে আবুল হোসেনের (৫০) সাথে ভাল্লব গ্রামের মোফাজ্জল হোসেন সোহেলের
কথা কাটাকাটি হয়। এ সময় সোহেলের চাচাতো ভাই গার্মেন্টস ব্যবসায়ী স্বপন
আহমেদ বিষয়টি জানতে চাইলে আবুল হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন,
উজ্জ্বল মিয়াসহ অন্যরা দাড়ালো অস্ত্র নিয়ে ২ জনকেই কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্বপন আহমেদ মারা যান।
গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত
স্বপনের ভাই আক্তার হোসেন জানান, প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে
স্বপন ও সোহেলের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। তিনি
ঢাকায় গার্মেন্টস ব্যবসায়ী৷ সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো
হয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক।
ব্রাহ্মণ পাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। স্বপন
নামে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। অপর একজনকে হাসপাতালে
নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।