কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় পলিথিন বন্ধে ব্যাপক উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণপাড়া প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্রাহ্মণপাড়া সদরসহ বিভিন্ন বাজারে মাইকিং ও
প্রচারণা চালানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণপাড়ার
নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা নেতৃত্বে ব্রাহ্মণপাড়া
বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহারের বিরুদ্ধে জনগণকে সচেতনতামূলক
নির্দেশনা প্রদান করেন। ১ নভেম্বর ২০২৪ থেকে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত
পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের
বিরুদ্ধেও অভিযান চালানো হবে। ২০০২ সালে সরকার আইন করে পলিথিনের উৎপাদন,
বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে। পলিথিনের এই অতি ব্যবহার পরিবেশের জন্য
হুমকি হয়ে দাঁড়িয়েছে। পলিথিনের শপিং ব্যাগ পচনশীল নয়। তাই ব্রাহ্মণপাড়া
উপজেলা প্রশাসন দিনব্যাপী এই উদ্যোগ গ্রহণ করেন।