বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
মোঃ হুমায়ুন কবির মানিকঃ
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:২৫ পিএম |

মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে নোয়াগাঁও বট গাছতলা নামক স্থানে পানচাইল সড়কের বাম পার্শ্বে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। নোয়াগাঁও গ্রামের দ্বীন মোহাম্মদ এর ছেলে মোঃ মিজানুর রহমান ও তার ভাই মাহফুজের বিরুদ্ধে গত ০৩ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) নিকট এ অভিযোগ করেন কতিপয় গ্রামবাসী।
অভিযোগের সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ১/১ খতিয়ানে ৮৪ শতাংশ সরকারি খালের উপর দোতলা ভবন নির্মাণ করে মার্কেট ও মুরগীর খামার করে অভিযুক্তরা। তারা অবৈধ স্থাপনা নির্মাণ করতে গিয়ে উক্ত খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য ব্যবহৃত কালভার্টের মুখ বন্ধ করে দেয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে গ্রামের অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্থ। তাছাড়া উক্ত খালে স্থানীয় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তারাও বঞ্চিত আজ।
মিজান-মাহফুজরা তাদের নির্মিত ভবনে রাতদিন জুয়া, মদ, রাজনৈতিক বলয় সৃষ্টি করে বিচারকার্য পরিচালনার নামে দুর্বল অসহায় মানুষদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা আদায়সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করছে বলেও জানান ওই গ্রামের বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এর নির্দেশে গত ২২ অক্টোবর মান্দারগাঁও ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা মোস্তফা কামাল সরেজমিন পরিদর্শন করেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাছরিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২