শুক্রবার ৮ নভেম্বর ২০২৪
২৪ কার্তিক ১৪৩১
‘২৮ অক্টোবরের খুনিদের বিচার করতে হবে’
কুমিল্লা মহানগরী জামায়াতের সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১০:১৪ পিএম |

‘২৮ অক্টোবরের খুনিদের বিচার করতে হবে’২৮ অক্টোবরের লগি বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যা ও খুনীদের বিচারের দাবীতে সোমবার বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করে। কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয়  কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন,কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন, আদর্শ সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর এড.নাছির আহম্মেদ মোল্লা, ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইউসুফ ইসলাহী,আদর্শ সদর উত্তর সাংগঠনিক থানা আমীর মজিবুর রহমান, পেশাজীবি থানা সভাপতি এড এয়াকুব আলী চৌধুরী,সদর দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মোহাম্মদ হোসাইন, আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ,আদর্শ সদর পূর্ব সাংগঠনিক থানা সভাপতি অধ্যাপক মফিজুর রহমান জামায়াতে ইসলামী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন, ছাত্রশিবির মহানগর সেক্রেটারী মোহাম্মদ হাসান সহআরো অনেকে।
সমাবেশে সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে যে লগি বৈঠার তান্ডব হয়েছে তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ম্লান করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যকে ধুলিস্যাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি বৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করেছিলো। তারা সেদিন হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। শেখ হাসিনা ভোটার বিহীন ও প্রহসনের নির্বাচন দিয়ে এদেশকে অকার্যকর করে দিয়েছিলো। তাদের বিচার এদেশের মাটিতে হবে ইনশাঅল্লাহ।












সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমানক্ষমতার লোভী ছিলেন না: হাজী ইয়াছিন
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু, ওয়াশরুম থেকে লাশ উদ্ধার
ময়নামতিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
জিয়াউর রহমান কোন অবস্থাতেই এ দেশ থেকে পালিয়ে যাননি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কলকাতায় পলাতক কুমিল্লার সাবেক এমপি বাহারের নতুন ছবি প্রকাশ্যে
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু
জিয়াউর রহমানক্ষমতার লোভী ছিলেন না: হাজী ইয়াছিন
লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু, ওয়াশরুম থেকে লাশ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২