বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
কুমিল্লার তমাল জয় করলেন হিমালয়ের আমা দাবলাম পর্বত
তানভীর দিপু।।
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৬:৩৫ পিএম আপডেট: ২৬.১০.২০২৪ ৭:০৬ পিএম |

কুমিল্লার তমাল জয় করলেন হিমালয়ের আমা দাবলাম পর্বতচতুর্থ বাংলাদেশি হিসেবে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম সামিট করেছেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। শুক্রবার (২৫ অক্টোবর) সামিট শেষে  শনিবার (২৬ অক্টোবর) তিনি বেইজক্যাম্প-১ এ নেমে আসেন। ২২ অক্টোবর বেইজক্যাম্প এর হিমালয়ান লজ্ থেকে তিনি এই যাত্রা শুরু করেন।
তমাল কুমিল্লার সন্তান, কুমিল্লার পথিকৃত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শরীফ আহমেদ অলীর সন্তান। তমাল তার ফেইসবুক পোস্টে জানান, আমা দাবলাম এর  অভিযান ২ দিন এর কিছু বেশী লেগেছে।দাবলামের চূড়ায় আবারো বাংলাদেশের পতাকা ওড়াতে পেরে আমি গর্বিত। "
এর আগে বাংলাদেশের আরো ৪ জন আমা দাবলাম সফলভাবে সামিট করেন।

জানা গেছে, মাউন্ট আমা দাবলাম নেপালের পশ্চিম হিমালয়ের কোশি প্রভিন্সে অবস্থিত। 
কুমিল্লার তমাল জয় করলেন হিমালয়ের আমা দাবলাম পর্বতপৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গের একটি মাউন্ট আমা দাবলাম। প্রকৃতপক্ষে হিমালয়ের বাকিসব ৭ বা ৮ হাজার মিটার উঁচু পর্বতশৃঙ্গের থেকেও মাউন্ট আমা দাবলামে আরোহণ বেশি কঠিন বলে মনে করেন পর্বতারোহীরা। আমা দাবলাম শব্দের অর্থ- মায়ের গলার সুন্দর হার। খাড়া পাথুরে দেওয়াল, ক্রেভাসে ভরা বরফের ঢাল, প্রতিকূল আবহাওয়া সব মিলিয়ে আমা দাবলাম আক্ষরিক অর্থেই যেন হয়ে উঠেছে ভয়ংকর রকমের সুন্দর।

তৌফিক আহমেদ তমালের ফেসবুক থেকে : 
আলহামদুলিল্লাহ..... 
 আমা দাবলাম (Ama Dablam-6814 meters) পৃথিবীর অন্যতম কঠিন পর্বতগুলোর মধ্যে একটি, চূড়ায় উড়লো বাংলাদেশের পতাকা।
২২ তারিখ বেইস্ক্যাম্প এর Himalayan lodge থেকে যাত্রা শুরু করে,২৩ রাতে থাকি ক্যাম্প-১(৫৮০০মিটার)। পরদিন সকালে ডিরেক্ট পুষ দেই ক্যাম্প-০১ এর উদ্দ্যেশ্যে,দুপুরে পৌঁছে,বিকেল অবদি গড়ায় আলোচনা। সুজন হুট করেই শারিরীক ভাবে কিছুটা অসুস্থ বোধ করায়,ক্যাম্প-২(৬০৬০মিটার উচ্চতার ইয়োলো টাওয়ার) থেকে সামনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
অত:পর আবহাওয়ার অনিশ্চয়তার কারনে,সিদ্ধান্ত নেই আজ ই বের হবো,পরে রাত ১১:৪৫ এ ক্যাম্প-০২ থেকে সামিট পুষ দেই,মিংমা তেনজেন এর সাথে।
অত:পর,ক্যাম্প-০৩(৬৩০০মিটারে),রুটের মোস্ট টেক্নিক্যাল পার্ট,গ্রে কুলিয়ার ও মাশরুম রিজ পার হয়ে পৌঁছে,১ঘন্টা রেস্ট নিয়ে,দাবলাম(হেংগিং গ্লেসিয়ার-নেকলেস) এর পাশ ধরে উপরের দিকে সামিট রীজ ধরে ৬৮১৪ মিটার উচ্চতার আমা দাবলাম এর চূড়ায়,পতাকা উড়াই ৮:৫৫ তে ২৫ অক্টোবর(লোকাল টাইম)।

কিছুক্ষন থেকে,এই পর্বতের সমীপে নিজের শ্রদ্ধা জ্ঞাপন করে,নিচের দিকে নামা শুরু করি। ক্যাম্প-০৩ এর কাছাকাছি মারাত্মক উইন্ডের কারনে,সেখানে আবার বিশ্রাম নিয়ে সন্ধ্যা্র আগে ক্যাম্প-০২ তে নেমে আসি আমি। অন্য দিকে সুজন গতকাল ই পৌঁছে যায়,মিন্দুপা শেরপার সাথে বেইস্ক্যাম্পে।

আমি আজ আসলাম দুপুরে,ক্যাম্প-০২ থেকে বেইস্ক্যাম্পে।
"আমা দাবলাম এর টোটাল এই অভিযান এর সময়...২ দিন এর কিছু বেশী।"
ইচ্ছা ছিলো,ভিন্ন কিছু করার,আলহামদুলিল্লাহ(ক্যাম্প-০২ থেকে সাামিট ৭ঘন্টা)
কৃতজ্ঞতার...সারী অনেক লম্বা....
পরিবার,বন্ধুমহল,শামিম ভাই,স্যাম,সহযাত্রী সুজন,নিজাম ভাই,মুহিত সিন্স,মুজিব ভাই,সাব্বির ভাই,রাজিব ভাই,ফাতিমা আপু, Hemantaকুমিল্লার তমাল জয় করলেন হিমালয়ের আমা দাবলাম পর্বত












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২