শনিবার ৯ নভেম্বর ২০২৪
২৫ কার্তিক ১৪৩১
কুমিল্লা জেলা-মহানগরে জামায়াতের আমীর হলেন যারা-
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:৫০ পিএম |

কুমিল্লা জেলা-মহানগরে জামায়াতের আমীর হলেন যারা-‘২০২৫-২০২৬’- কার্যকালের জন্য কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর আমীরের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারস্থ দলের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

কুমিল্লা উত্তর, দক্ষিণ জেলা ও মহানগরের আমীর যারা হলেন, তারা হলেন- কুমিল্লা মহানগরে কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে এডভোকেট মো. শাহজাহান ।

বৈঠকে সভাপতির বক্তব্যে জামায়াতের আমীর বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনও অনেকে চিকিৎসাধীন। চিকিৎসা চলা অবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। আহতদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 
শফিকুর রহমান বলেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সকল শ্রেণী-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। 












সর্বশেষ সংবাদ
নিমসার বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মুরাদনগরে ড্রেজারের গর্তের পানিতে ডুবে আপন দুই বোনসহ নিহত৩
ফেনী পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি কুমিল্লায় গ্রেপ্তার
দাউদকান্দিতে রাতের আধাঁরে ভাঙ্গা হচ্ছে ডিভাইডার; দুর্ঘটনার শঙ্কা
ড. মোশাররফকে নিয়ে মিথ্যাচার করায় বিএনপির প্রতিবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়াউর রহমানক্ষমতার লোভী ছিলেন না: হাজী ইয়াছিন
কুমিল্লায় মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু, ওয়াশরুম থেকে লাশ উদ্ধার
কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন সাংবাদিক তারিক চয়ন
জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষিত ও চিকিৎসক ভাবনা শীর্ষক আলোচনা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২