স্টাফ
রিপোর্টার: দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী কুমিল্লা নগরীর ধর্মপুর-সাতরা
চেয়ারম্যানবাড়ি সড়ক। দুর্ভোগে হাজার হাজার মানুষ। ব্যানার ফেস্টুনে আওয়ামী
লীগের উন্নয়নের প্রচারনা দেখলেও বাস্তবে ভাঙা সড়কে চলতে হয় নগরবাসীর।
তবে জনদূর্ভোগ দুর করতে নিজস্ব অর্থায়নে চলাচলের অনুপোযোগী রাস্তাটি সংস্কার করেছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী।
২২
অক্টোবর মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর
সেক্রেটারী অধ্যাপক এমদাদুল হক মামুনের নেতৃত্বে সংস্কার কাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আই আর আশিক আহমেদ শাহীনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।