
কুমিল্লা
কান্দিরপাড় চৌরঙ্গী শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত সুমি জুয়েলার্সের ২৭তম
বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বর্ষপূর্তি
উপলক্ষে কেক কাটেন জনপ্রিয় কন্ঠশিল্পী মো: আসিফ আকবর ও দোকানের মালিক মো:
এনায়েত উল্লাহ। উপস্থিত ছিলেন এনায়েত উল্লাহর দুই পুত্র মো: এনামূল হক
মেহেদী এবং এমদাদুল হক মেজবাহ্।
এসময় আরো উপস্থিত ছিলেন চৌরঙ্গী শপিং
সেন্টারের সাবেক সভাপতি আলহাজ¦ আবদুর রহমান, বর্তমান সভাপতি মো:
মিরুজ্জামান ভূইয়া মিরাসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
এছাড়াও শিবু, রামু,
শ্যাম, বিপ্লব, রবিন, তামিম, সৌরভ, বেলায়েত হোসেন, সাদেক, লক্ষণ, আপেল,
জাফর, বুব, আবুল বাশার, আসিফুজ্জামান, তানিম, পিন্টু, ফরহাদ, ইঞ্জি: আবদুর
রাজ্জাক, মোস্তফা কামাল, মোস্তাক আহম্মদ, রিপন, সেলিম, আজিজুল হাকিম, লুৎফর
রহমানসহ চৌরঙ্গী শপিং সেন্টারের ও কান্দিরপাড়ের অন্যান্য ব্যবসায়ী এবং
অতিথিগণ উপস্থিত ছিলেন।
