সোমবার ৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২
২৯-৩১ অক্টোবর কুমিল্লায় তিনদিন ব্যাপী শচীন মেলা
জহির শান্ত
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১:০৯ এএম |


 
 ২৯-৩১ অক্টোবর কুমিল্লায়  তিনদিন ব্যাপী শচীন মেলা
 


উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তিন দিনব্যাপী শচীন মেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর কুমিল্লা নগরীর চর্থায় শচীন কর্তার পৈত্রিক নিবাসে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই মেলায় বর্ণাঢ্য র‍্যালি, শচীন কর্তার জীবনী নিয়ে আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ভরপুর থাকবে।

রবিবার (৬ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শচীন দেব বর্মণের জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় কুমিল্লার সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে ও সম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সভার শুরুতে কুমিল্লার প্রয়াত সাংস্কৃতিক কর্মীদের স্মরণে নীরবতা পালন করা করা হয়।

এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, জেলা প্রশাসক বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক বলয়ের বাইরে রাখতে হবে। দীর্ঘ দুই মাস যাবত একটি ট্রমাটাইজ সিচুয়েশন যাচ্ছে। এই অবস্থা থেকে মনটাকে পরিশিলিত করতে সাংস্কৃতিক আয়োজন প্রয়োজন। শচীন মেলার এ আয়োজন কিছুটা হলেও এতে প্রভাব পড়বে। আমাদের নতুন প্রজন্মকে শচীনের জীবন ও কর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। কুমিল্লার সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে আমরা এ আয়োজনকে সফল করতে চাই। সকলের সহযোগিতায় এবারের শচীন মেলা জাঁকজমকপূর্ণ হবে। আমরা চাই এবারের মেলা কুমিল্লার জন্য উদাহরণ হয়ে থাকবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, লালমাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যলক্ষ শফিকুর রহমান, সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, খেলাঘর কুমিল্লার সভাপতি নৃপেন্দ্র চক্রবর্তী, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, সংস্কৃতি কর্মী কাজী মাহতাব সুমন,

কুমিল্লা জেলা জাসাসের আহবায়ক সিরাজুল ইসলাম মিলন, জামিল আহমেদ খন্দকার, মহানগর সভাপতি মঞ্জুর আলম ভুইয়া, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ পল্লব, জাহাঙ্গীর আলম, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হাসনাত আজাদ, সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম, খায়রুল আলম রায়হান, অংকনশালার অধ্যক্ষ মো: শাহীন, দৈনিক গণশক্তির বোরহান উদ্দিন ভুইয়া, আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, শচীন দেব বর্মন ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ৩১ অক্টোবর ৭০ বছর বয়সে ভারতের মুম্বাইয়ে মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীতে ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় এ সঙ্গীতজ্ঞের শৈশব কৈশোর ও তারুণ্যের অনেকটা সময় কেটেছে কুমিল্লায়। প্রতিবছর শচীন দেব বর্মনের জন্ম ও মৃত্যু মাস উপলক্ষে অক্টোবরে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সে ধারাবাহিকতায় এবারও কুমিল্লায় তিন দিনব্যাপী শচীন মেলা আয়োজন করা হয়েছে।

 

 












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২