
নেদারল্যান্ডসের
আমস্টারডামে অবস্থিত শিশুদের সহায়তা এবং অ্যাডভোকেসি সংস্থা কিডস্ রাইট
ফাউন্ডেশন প্রতিবছর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের শিশুদের অধিকার
রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে
পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করে থাকে। ২০২৪ সালে এই পুরস্কারের জন্য
মনোনয়ন পেয়েছেন কুমিল্লার মেয়ে সুহানা রহমান সুকন্যা। সে ঢাকার বীর শ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এর ইংরেজি ভার্সনের দশম শ্রেণীর
ছাত্রী।
“খবঃ’ং নৎবধশ ঃযব ংরষবহপব ধৎড়ঁহফ সবহঃধষ যবধষঃয ধহফ
ংঁরপরফব. ঞড়মবঃযবৎ, বি পধহ পৎবধঃব ধ ড়িৎষফ যিবৎব বাবৎু ঃববহধমবৎ ভববষং
যবধৎফ, ংঁঢ়ঢ়ড়ৎঃবফ, ধহফ াধষঁবফ” - এই উপপাদ্যকে সামনে রেখে সুহানা শিশু,
কিশোর-কিশোরীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্ববোধ থেকে তাদের অনাকাঙ্খিত
আত্মহনন রোধ ও সমাজের স্বাভাবিক পরিবেশ বেড়ে উঠার জন্য খেলাধুলা, পারস্পরিক
যোগাযোগ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মত বিনিময় ও সামাজিক যোগাযোগের
মাধ্যমে শিশুদের মানসিক শক্তিকে বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। তারই প্রতিফলন
হিসেবে সে এই পুরস্কারের জন্য কুমিল্লার একমাত্র মেয়ে সদস্য হিসেবে মনোনীত
হয়েছে (যঃঃঢ়ং://িি.িশরফংৎরমযঃং.ড়ৎম/ঢ়বৎংড়হং/ংঁযধহধ)। এই পুরস্কারের জন্য
সারা বিশ্ব থেকে মনোনীত ১০০ জন কিশোর-কিশোরীর মধ্যে সে শীর্ষস্থানে রয়েছে।
সুহানা ছাড়াও এই তালিকায় বাংলাদেশের আরো ১২ জন কিশোর-কিশোরী রয়েছে।
সুহানা
কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক সহযোগিতা করে আসছে। তার আশাবাদী কথোকপন
কিশোর-কিশোরীদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। যা অনাকাঙ্খিত আত্মহনন থেকে
তাদেরকে নিরুৎসাহিত করে। সুহানা একজন স্বেচ্ছাসেবী হিসেবে ঞধষশ ঐড়ঢ়ব
ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঈবহঃবৎ এর তথ্য-উপাত্তের মাধ্যমে কিশোর-কিশোরীদের দিক নির্দেশনা
প্রদান করে থাকে। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ৫০০০
হাজারের অধিক কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরাসরি ২০০ এর অধিক
কিশোর-কিশোরীর সাথে সম্পর্কিত হয়ে বিভিন্ন ওয়ার্কসপ ও সেমিনারের মাধ্যমে
এই কাজ করে যাচ্ছে। ৫০০ এর অধিক কিশোর-কিশোরী সরাসরি এই কর্মকাণ্ডে উপকৃত
হয়ে আসছেন।
সুহানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কেন্দ্রীয়
ছাপাখানা দপ্তরের সিনিয়র স্টোর অফিসার মুহাম্মদ শোয়েবুর রহমান ও গৃহিনী
খালেদা সুলতানার বড় মেয়ে। তার এক ভাই ও এক বোন রয়েছে। সে সকলের
দোয়াপ্রার্থী।
প্রেস বিজ্ঞপ্তি
