
কুমিল্লার
 জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং 
নাগরিকরাও আমাদের সমাজের একটি অংশ। তাদেরকে কোন ভাবেই আলাদা করে দেখার 
সুযোগ নেই। তাই প্রতিবন্ধি শিশুদেরকে শিক্ষা গ্রহনের জন্য এ বিদ্যালয়ের 
সূচনা করা হলো। আমি চাই শুধু মুরাদনগই নয়, সারা দেশের প্রতিটি উপজেলায় একটি
 করে এমন বিদ্যালয় গড়ে উঠুক।
জেলা প্রশাসক আমিরুল কায়ছার বৃহস্পতিবার 
দুপুরে কুমিল্লার মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের 
জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে ‘প্রতিভা’ নামে একটি শিশু বিদ্যালয় উদ্বোধনী 
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা 
সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সেন্ট্রাল স্কুলে এই বিদ্যালয়ের 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত 
উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলার সহকারী 
কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) 
সাকিব হাছান খান, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা 
সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা 
সানজিদা হায়দার নুপুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, 
বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার আহাম্মেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের
 শাখা ব্যাবস্থাপক মোজাম্মেল হক, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফরিদ 
উদ্দিন আহাম্মদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ।
স্কুল উদ্বোধন
 শেষে জেলা প্রশাসক আমিরুল কায়ছার ভিক্ষুক পুর্নবাসনের আওতায় কর্মসংস্থানের
 জন্য ব্যাটারি চালিত রিক্সা প্রদান ছাড়াও প্রতিবন্ধী শিশুদের জন্য  থেরাপি
 সেবাসহ মাদক নির্মূলে উপজেলা ফুটবল টিমের কার্যক্রম উদ্বোধন করেন। 
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আমিরুল কায়ছার মুরাদনগর উপজেলা পরিষদের কবি
 নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত 
হন।  
                                                                                
