কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পাচারকারী শশীদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো: সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার সুমন মিয়া ওরফে সুমন মেম্বারের বিরুদ্ধে কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচিকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের অভিযোগ রয়েছে। এই দুইজনকে ভারতে পাচারের পর সুমন মেম্বারের মোবাইল ফোনের ভিডিও কলের স্ক্রিনসট সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দৈনিক কুমিল্লার কাগজে সে ছবি প্রকাশের পর দেশে ও ভারতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার শংকুচাইল বাজারে পাকা রাস্তার উপর হতে কোতায়ালী মডেল থানার নিয়মিত মামলার আসামী মোঃ সুমন মিয়া মেম্বার(৩৬), পিতা -আলী আশরাফ, মাতা-নেহারা বেগম, সাং- দক্ষিণ তেথা ভূমি, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কুমিল্লা-৫ আসনের এক সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ এই সুমন মেম্বার। ঐ সাবেক সংসদ সদস্যকেও সীমান্ত পারে সহযোগিতা করে সে।