মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
প্রকৃতি ও জীবন ক্লাবে উদ্যোগে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১২:৩৬ এএম |


 প্রকৃতি ও জীবন ক্লাবে  উদ্যোগে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি ও জীবন ক্লাবে উদ্যোগে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘সবুজে সাজাই বাংলাদেশ’- স্লোগানে কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। সোমবার সকালে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা পুলিশ সুপার মোঃ আসফিকুজ্জামান আকতার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কুমিল্লা জেলার সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, সচেতন নাগরিক প্রতিনিধি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক পরিবেশকর্মী আলী আকবর মাসুম, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক কাজী মোহাম্মদ আলমগীর, চ্যানেল আইয়ের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম হৃদয়সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাব কুমিল্লার সদস্য সাংবাদিক জহির শান্ত।
 প্রকৃতি ও জীবন ক্লাবে  উদ্যোগে কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণঅনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছের যত্ন নিতে হবে। বাংলাদেশকে সবুজ করে করে গড়ে তুলতে। সবুজে সাজাতে হবে। আর এ লক্ষ্যে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাব যে কর্মসূচি হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাদের এ কর্মসূচি বাস্তবায়িত হলে একদিন সবুজে সেজে উঠবে বাংলাদেশ। প্রাণ ফিরে পাবে আমাদের প্রকৃতি।
পরে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেন। 
এসময় শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, প্রকৃতিকে সবুজে সাজাতে আমরা প্রত্যেকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণ করবো এবং অন্যদেরকেও উৎসাহিত করবো। তারা প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২