
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
কুমিল্লা-নোয়াখালী
আঞ্চলিক মহাসড়কের লাকসামে মিনি কভার্ডভ্যান চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু
হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় সড়কের নশরতপুর মৌসুমী
ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক নিলয় (২২) চট্টগ্রাম
মেরিন একাডেমীর শেষ বর্ষের শিক্ষার্থী। সে পার্শ্ববর্তী লালমাই উপজেলার
রসুলপুর গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবুল কাশেম
জানান, মোটরসাইকেল আরোহী ওমর ফারুক নিলয় লালমাই থেকে লাকসাম যাচ্ছিলেন।
এসময় একই অভিমূখি একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেককালে রিকশার
ধাক্কায় সে মিঃ নুডুলসের একটি মিনি কভার্ডভ্যানের
(ঢাকা মেট্রো-ট ১৪-১৪২১) পেছনের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লাকসাম
হাইওয়ে ক্রসিং থানার ওসি মঞ্জুরুল আলম জানান, কোন অভিযোগ না থাকায়
পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।
