
বিগত
২৭ আগষ্ট, ৩০ আগষ্ট, আট সেপ্টেম্বর ২০২৪ ইং কুমিল্লার বহুল প্রচারিত ও
কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ এর প্রথম পাতায় ছাপানো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দায়ের করা তিনটি মামলায় আমি ও
আমার ছোট ভাইকে নিয়ে আসামীর নামে শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার
দৃষ্টিগোচর হয়েছে। এই একই তারিখে বিভিন্ন দৈনিক প্রত্রিকাও অনলাইনে
প্রকাশিত হয়েছে।
মূলত আমি একজন ১ম শ্রেনীর ঠিকাদার ও ব্যবসায়ী। আমাকে ও
আমার ভাইকে জড়িয়ে যে মামলা দায়ের করা হয়েছে তাহা রীতিমত জনসাধারণের নিকট
হাস্যকর হিসেবে পরিণত হয়েছে। আমি প্রথমে সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানাচ্ছি। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মনগড়া ও কাল্পনিক মামলা দায়ের
হয়েছে। এতে হাস্যকর হয়ে দাড়িয়েছে যে মূলত আমি একজন প্রথম শ্রেনীর ঠিকাদার ও
ব্যবসায়ী। বিভিন্ন সরকারের আমলেই ঠিকাদারীর কাজ সম্পন্ন হয়। আমার ছোট ভাই
মো: মামুন আলমকে জড়ানো হয়েছে। মূলতপক্ষে আমি ও আমার ভাই ঠিকাদারী
প্রতিষ্ঠান পরিচালনা করি। আমাদের দুইজনকে মামলায় জড়ানোর উদ্দেশ্যে হলো আমার
ব্যবসায়িক আর্থিক লেনদেনের জন্য আমার বিভিন্ন পার্টনারদের সাথে বনিবনা ও
আমার প্রাপ্য আর্থিক লেনদেনে তাহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিধায়
হিংসা পরায়ন হয়ে আমার ও আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের তখনকার সে
সময়ের আমার নামে মামলার আসামী করা হয়েছে। ঐ সময়ের আমার উপস্থিতি কোথায় এবং
কোন জায়গায় আমার ও আমার ভাইয়েল কোন ছবি বা ভিডিও ফুটেজ নেই। ঐ সময় আমি আমার
পরিবার নিয়ে নিজ বাসায় অবস্থান করেছি। আন্দোলনের সময়ে ছবি ভিডিও ফুটেজ
পর্যালোচনা করলে প্রকৃত সত্যি বের হয়ে আসবে বলে আমার বিশ^াস আসলটা কি। আমার
দাবি হলো এই মামলার বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা সঠিকভাবে তদন্ত সাপেক্ষে
মূলত সত্য উদঘাটন করবে। যারা মূলত দোষী তাদের যেন শাস্তির আওতায় আনা হয়।
বির্দোষ কেউ যেন অবিচারের মুখমুখি না হয়। যাহারা সমন্বয়কদের মিথ্যা বুঝিয়ে
আমি ও আমার ভাইকে জড়িয়ে মিথ্যা বানোয়াট মামলা করেছে তারা প্রতিহিংসা পরায়ন
হয়ে এমন কান্ড ঘটিয়েছে। এই কুচক্রী মহলটি প্রতিহিংসাকারী চক্র আমাকে
সামাজিক ও ব্যবসায়িকভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে এই ধরনের
মিথ্যা বানোয়াট মনগড়া কাল্পনিক মামলাগুলো দায়ের করেছে। আমি এই সকল মামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার ও আমার ছোট ভাইয়ের
বিরুদ্ধে করা মামলাগুলোর বাদী যেন অবিলম্বে প্রত্যাহার করে এবং সত্য ও
ন্যায়ের পথে থাকে সেই আহ্বান করছি। উল্লেখ্য যে আামি ও আমার পরিবার এলাকার
মানুষের উপকার ও বিপদে আপদে পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো।
আলহাজ¦ মাহবুব আলম
১ম শ্রেণীর ঠিকাদার
সওজ, এলজিডিআরডি
২০০৮ সালের কুমিল্লা কর অঞ্চলের সেরা করদাতা
