কুমিল্লায় সেনানিবাস এলাকায় অস্ত্রবাজি।। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা
স্টাফ রিপোর্টার:
|
কুমিল্লায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় সাহেবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ৪ আগস্ট কুমিল্লা সেনানিবাস এলাকার টিপরা বাজারের ময়নামতি সুপার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্র-জনতার উপর হামলা ও গুলি চালিয়েছিল আওয়ামীলীগ ও ছাত্রলীগের একদল ক্যাডার। এ হামলায় নেতৃত্ব সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান আহেমদ নিয়াজ পাভেল ও বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ। এ সময় চার থেকে ৫ জনকে প্রকাশ্যে সেনানিবাসের মতো এলাকায় প্রকাশ্যে গুলি করতে দেখা যায় । এ সংক্রান্ত একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় গ্রেপ্তারকৃত জুয়েল হলুদ কাপড়ে মুখ ঢেকে রেখেছেন। তার পেছনে হলুদ টাউজার পরা একজন গুলি চালাচ্ছেন। জানা যায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে উত্তর দুর্গাপুর ইউনিয়েনর সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করে। তার পিতার নাম নুরুল ইসলাম । সে কুমিল্লা ইপিজেডে চাকুরি করতো । তার বাসা তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায় নি। তাকে রাতেই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
|