
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কুমিল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গতকাল নগরীর একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
কুমিল্লা মহানগর সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোসলেহ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো.শাহজাহান,
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাবেক সভাপতি লুৎফর রহমান, মাসুক আলতাফ চৌধুরী, আবুল হাসনাত বাবুল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের মিডিয়া সমন্বয়ক কামরুজ্জামান সোহেল।
