
বাংলাদেশের
বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্তঃ সীমান্ত নদীগুলোতে
ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় সার্বভৌম
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের
লংমার্চের সাথে একাত্মতা পোষন করে আজ বিকালে কুমিল্লা টাউন হল মাঠে এই
সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে টাউন হল থেকে লং মার্চটি বিবির
বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়।
সমাবেশে বক্তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এক তরফা সকল নদী থেকে বাঁদ উচ্ছেদের জন্য সরকারকে সচেষ্ট হওয়ার দাবি জানান।
ইনকিলাব মঞ্চের আয়োজনে সভায় পাঁচ দফা দাবি উত্থাপন করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী।
আজ দফা দাবি গুলো হল, আন্ত সীমান্ত নদীতে ভারতের সকল অবৈধ
বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতিসত্বর জাতিসংঘ এবং সকল আন্তর্জাতিক ফোরামকে
অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বর্তমান সরকার
যেভাবে গম বিরোধী কনভেনশনের স্বাক্ষর করেছে তেমনি জাতিসংঘে পানি প্রবাহ
কনভেনশন ও স্বাক্ষর করতে হবে এবং ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করতে হবে,
অচিরেই তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ন করতে হবে, সকল আন্ত সীমান্ত নদীর
নতুন তালিকা প্রণয়ন করতে হবে, অতিসত্বর বর্তমান সরকারকে ভারত যত সীমান্ত
হত্যা করছে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।