কুমিল্লার আদালতে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা
|
স্টাফ রিপোর্টার।। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা একরামুল হক মজুমদার। বৃহস্পতিবার কুমিল্লার আদালতে তিনি এ মামলা দায়ের করেন। আদালতে দায়ের করা মামলায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থানায় নিয়ে অমানবিক নির্যাতন, আসামীদের ছেড়ে দেয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেয়া, নির্বাচনী প্রচারনায় বাঁধা, গাড়ী ও অফিস ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। মামলায় প্রধান আসামী সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পেড়িয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, আশারকোটা গ্রামের মোঃ মাঈন উদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল, আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান বাবলু, মোস্তাক মিয়া, নজরুল ইসলাম ( সাবেক ওসি নাঙ্গলকোট), আবু ইসহাক, হান্নান, ফরাদ, ইমরান, নোমান, সাইফুল, তুহিন, মিরাজ হোসেন, মেহেদী, শরীফ, আলমগীর, শাহীন, রিয়াদ, মোঃ সুমন, তুহিন, পারভেজ, সাইফুল ইসলাম, এয়াকুব নবী, মোঃ জসিম উদ্দিন, মোঃ আলমগীর হোসেন অপি, মোঃ কামাল হোসেন নয়ন, মোঃ দ্বীন মোহাম্মদ, মোঃ শাহ পরান, মোঃ একরামুল হক, মোঃ নজরুল ইসলাম , মোঃ মানিক ও মোঃ মনিরের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৪০/৫০ জন অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করা হয়। |