পূরণ হলো না বাহারের খায়েস
বাড়িতে এখন সুনসান নীরবতা
|
স্টাফ
রিপোর্টার।। কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের
সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের ভস্মীভূত বিলাশবহুল বাড়িতে এখন সুনসান
নীরবতা। কুমিল্লা শহরের মুন্সেফবাড়িতে অবস্থিত এ বাড়িতে ও আশে পাশেও দেখা
গেছে স্তব্ধতা। বাড়ির চারপাশে কোন প্রাণীও যাচ্ছেনা। শুক্রবার জুম্মার
নামাজের পর সরেজমিনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। অথচ আগে এরকম শুক্রবারে
জুম্মার নামাজের পর কয়েক শত মানুষকে নতুন ৫ শ’ ও এক হাজার টাকার নোট বিলি
করতেন এই পলাতক সাবেক এমপি। যেসব অর্থের বেশিরভাগই ছিল জ্ঞাত আয় বহির্ভূত। |