বাংলাদেশ
পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায়
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আকস্মিক এই বন্যায়
কুমিল্লা ও ফেনী অঞ্চলের বিস্তীর্ন অঞ্চল প্লাবিত হওয়ার পর তাৎক্ষনিকভাবে
বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য
বার্ডের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বার্ডের
অনুষদ পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন ও
কর্মকর্তা-কর্মচারীগণের ব্যক্তিগত সহায়তায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম
উপজেলার ম্ন্সুীরহাট ইউনিয়ন; নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া, ঢালুয়া, মৌকরা ও
হেসাখাল ইউনিয়ন এবং বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে রান্না করা খাবার,
শুকনো খাবার, খাবার পানি, স্যালাইন, ঔষধপত্র, মোমবাতি-দিয়াশলাই এবং পরিধেয়
বস্ত্র ত্রাণ সহায়তা হিসেবে বন্যার্তদের মধ্যে বাড়ি বাড়ি এবং আশ্রয়কেন্দ্রে
গিয়ে পৌঁছে দেয়া হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং পল্লী উন্নয়ন একাডেমি,
বগুড়া হতে প্রাপ্ত ত্রাণ দুর্গতদের মাঝে পৌঁছে দিতে বার্ড সার্বিক সহায়তা
প্রদান করেছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য কৃষি, মৎস্য ও অন্যান্য
ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য বার্ড ইতোমধ্যে প্রায়োগিক গবেষণা প্রকল্প
গ্রহণ করেছে। এছাড়া বার্ডে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগণের ০১ দিনের মূল
বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা
হবে।