কুমিল্লায়
এ বছর জন্মাষ্টমী উৎসবের আয়োজন না করে সেই টাকা বন্যার্তদের মাঝে বিতরণের
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা জুড়ে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ার
কারণে এই সিদ্ধান্ত নিয়েছে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি। বিষয়টি নিশ্চিত
করেছেন জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদ কুমিল্লার আহবায়ক প্রদীপ সাহা।
এর
আগে গত শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমেও এই তথ্য জানিয়েছে উৎসব উদযাপন
কমিটি। কমিটির আহবায়ক প্রদীপ সাহা ও সদস্য সচিব শ্যামল কৃষ্ণ সাহা সাক্ষরিত
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান
জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে, কুমিল্লায় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব
উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এবারের জন্মাষ্টমীতে কোন প্রকার র্যালি
করা হবে না। শুধুমাত্র পূজার মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর
আনুষ্ঠানিকতা। সর্ব সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত র্যালির অর্থ ব্যায় হবে
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।
কমিটির আহবায়ক প্রদীপ সাহা বলেন, প্রাকৃতিক
এই মহা দুর্যোগের মাঝে হিন্দু মুসলিম বিভেদ নেই। আমরা মানুষ। আর মানুষ তো
মানুষেরই জন্য। সেকারণে সিদ্ধান্ত হয়েছে আমাদের এবারের র্যালির ব্যায় ও
বাড়তি ফান্ড করে আমরা বন্যার্তদের জন্য পাঠাবো।