বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৮:৪৪ পিএম |

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলপ্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষার্থীরা। গতকাল (রবিবার) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে এসে জড়ো হয় ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী।

বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা ‘দফা এক দাবি এক আখতার স্যারের পদত্যাগ’, ‘মডার্ন স্কুলের আঙিনায় রাজনীতির ঠাঁই নাই’, এক দুই তিন চার তারাতাড়ি গদি ছাড় সহ নানান স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে পূবালী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে শিক্ষার্থীদেরকে টিসি দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া, দুর্নীতি এবং নানান অনিয়ম করে শিক্ষার্থীদেরকে কোনঠাসা করে রাখতেন তিনি। যার কারণে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।

মডার্ন স্কুলের দশম শ্রেণির একজন ছাত্রী জানায়, গতকাল থেকে তারা তাদের প্রধান শিক্ষক আখতার স্যারের পদত্যাগ জানিয়ে আন্দোলন করছে। পদত্যাগ না করায় আজও তারা তাদের আন্দোলন অংশ নিয়েছে এবং তিনি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই শিক্ষার্থী আরও জানায়, পদত্যাগের কথা বলায় তিনি তাদেরকে স্কুল থেকে বের করে দেন এবং এক মাসের ছুটি নিয়ে স্কুল ছেড়ে যান। পরে তারা স্কুল থেকে শুরু করেন বিক্ষোভ মিছিল। মিছিলে তারা প্রধান শিক্ষকের দ্রুত পদত্যাগ দাবি করেন। 

মডার্ন স্কুলের আরেক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ ছিল অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা। তার কাছে ছাত্র-ছাত্রীদের কোনো অভিভাবক অভিযোগ দিলে উল্টো তাদেরকে অপমান করে তার রুম থেকে বের করে দেয়া ছিল তার নিত্যদিনের কাজ। এছাড়া প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটানোর কথাও জানায় এই শিক্ষার্থী।

সবশেষ বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলে তাদের বিক্ষোভ মিছিল ও আন্দোলন কর্মসূচি। 












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২