বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চলবে
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৮:৪২ পিএম |

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চলবেকারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলাচল করবে।

বুধবার (২৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল রুটের কমিউটার ট্রেনগুলো বৃহস্পতিবার (২৫ জুলাই) পাঁচ ঘণ্টার জন্য চলাচল করবে। এই সময়ের মধ্যে ট্রেনগুলো দুই থেকে তিনবার ট্রিপ করবে। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি যাতায়াত করলেও বৃহস্পতিবার তিন-চারবার আসা-যাওয়া করতে পারে। রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) দুটি রুটের মধ্যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল করবে।

এ ছাড়া দূরবর্তী রুটে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তিতাস কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনটি বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে ছাড়বে এবং দুপুর ১টা ৫ মিনিটে ফিরতি যাত্রার কথা রয়েছে। এটি এই রুটে স্বাভাবিক সময়ে দিনে চারবার যাতায়াত করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রেলওয়ে সূত্র জানায়, তেলবাহী ট্রেন মঙ্গলবার থেকেই চলাচল করছে। মালবাহী কিছু ট্রেন বুধবার চলাচল করেছে। ভারত থেকে পাথরবাহী দুটি ট্রেনও এ দিন চলাচল করেছে। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহের তেলবাহী ট্রেনও চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, কারফিউ শিথিলের পাঁচ ঘণ্টায় বেশি দূরত্বের আন্তনগর ট্রেন চালানো সম্ভব নয়। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ অন্যান্য অঞ্চলে ট্রেন যেতেই পাঁচ ঘণ্টার বেশি সময় লাগে। ফলে কারফিউ শিথিরের সময়ের মধ্যে এই ট্রেনগুলোর ফিরতি যাত্রা সম্ভব নয়। তবে শুক্রবার (২৬ জুলাই) থেকে কিছু আন্তনগর ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, কারফিউ শিথিলের পাঁচ ঘণ্টার মধ্যে স্বল্প দূরত্বের ট্রেন চালানো যাবে। এই সময়ের মধ্যে বেশি দূরত্বের ট্রেন চালানো সম্ভব নয়।
তবে কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত আসলে ট্রেন চালানোর সিদ্ধান্তও সেভাবে নেওয়া হবে।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২