গাছে
গাছে থোকায় থোকায় ঝুলছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের সুমিষ্ট আম। লাল,
বাদামি এবং সবুজ রঙের এসব আম গাছের দাম হাঁকানো হচ্ছে ৩ হাজার টাকা থেকে ৩০
হাজার টাকা পর্যন্ত। আম ছাড়াও ফুল, ফল, ঔষধি এবং হাজারও প্রজাতির গাছের
সমাহারে ভরে উঠেছে কুমিল্লা টাউন হল মাঠ। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা
পর্যন্ত মোট ৪০টি স্টলে সর্বনি¤œ ৩০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা
দামের বিভিন্ন গাছের সমাহারে শুরু হয়েছে এবারের মাসব্যাপী জাতীয় বৃক্ষ
মেলা।
আজ বিকালে কুমিল্লা বৃক্ষ মেলায় গিয়ে দেখা যায়, এবারের মেলায়
কুমিল্লা জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহন করা নার্সারিগুলো
নিজেদের গাছের প্রদর্শনীর সাথে সাথে বিক্রি করছেন তাদের দেশি-বিদেশী নানান
গাছের চারা। বৃক্ষপ্রেমিরা আসছেন, দেখছেন এবং দরদাম করে নিয়ে যাচ্ছেন
পছন্দের বিভিন্ন রকম ফলজ এবং ফুলবৃক্ষ।
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ
করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় শুরু হওয়া এবারের জাতীয় বৃক্ষ
মেলার উদ্বোধন হবে আগামী ১৪ জুলাই এবং চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।
প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষ মেলার আয়োজন করছে কুমিল্লা জেলা প্রশাসন ও
সামাজিক বন বিভাগ।
উদ্বোধনের আগেই জমে উঠেছে কুমিল্লায় অনুষ্ঠিত এবারের
জাতীয় বৃক্ষ মেলা। বৃক্ষ মেলা ঘিরে হাজার রকমের উদ্ভিদ নিয়ে সাজানো প্রতিটি
স্টলে রয়েছে আম, জাম, কাঁঠাল, কামরাঙ্গা, মাল্টা, কাঁঠ গোলাপ, রজনীগন্ধা,
বেলী, নয়নতারা, হাস্নেহেনা, পাতা বাহার সহ বিভিন্ন রকমের দেশিও বৃক্ষ।
রয়েছে মিরাক্কেল, রামবুটান, অ্যাভোকাডো, রুবি লঙ্গন, সৌদি খেজুর চারা,
স্নেকল্যান্ড, মন্সটেডা, স্পাইডার প্লান্ট, রাবার প্লান্ট, ননি ফল,
এলামন্ড, লঙ্গন, ক্যান ফল, আমেরিকান পালমার, কিউজাই, চিয়াংমাই এবং ইনডোর
আইটেম সহ বিদেশী বিভিন্ন ফল ও ফুল বৃক্ষ। এছাড়া রয়েছে মধু ও আচার সহ
বিভিন্ন চারা গাছের শস্য দানা বেচাকেনার জন্য মোট ৩টি স্টল।
কুমিল্লা
জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্বে কুমিল্লা টাউন হল
মাঠে অনুষ্ঠিত এবারের জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের
সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার। এছাড়া
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা পুলিশ সুপার
বিপিএম-সেবা, পিপিএম মোঃ সাইদুল ইসলাম।
উদ্বোধনের আগে মেলায় প্রাকৃতিক
আবহে সাজানো হয়েছে প্রতিটি স্টল। যেন নতুন এক প্রাকৃতিক বিনোদনকেন্দ্রে রূপ
নিয়েছে কুমিল্লা টাউন হলের এই মেলা প্রাঙ্গণ। নানা শ্রেণি-পেশার মানুষের
পদচারণায় ইতিমধ্যেই মুখর হয়ে উঠেছে জাতীয় বৃক্ষমেলা ২০২৪। মেলার সৌন্দর্যে
মুগ্ধ হয়ে কেউ ছবি তুলছেন, কেউ গাছ দেখছেন আবার কেউ পছন্দের গাছের ভিডিও
করে বাড়ি নিয়ে যাচ্ছেন।
মেলায় কথা হয় কুমিল্লা মুরাদনগর থেকে আগত অপু
হাসানের সাথে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৃক্ষ মেলার কথা জানতে
পেরে ঘর সাজানোর ছোট ছোট কেকটাস এবং ফুল গাছ কেনার জন্য মেলায় এসেছি।
তাছাড়া এখানে অনেক রকম গাছ দেখেছি যা আমি এর আগে কখনও দেখিনি। আমি চাই
পরিবেশ রক্ষা এবং আমাদের জেলার সৌন্দর্যবর্ধনের জন্য সবাই মেলায় এসে
পছন্দের গাছ কিনে তাদের বাড়িতে রোপন করুক।
কুমিল্লা ইবনে তামিয়া স্কুল
থেকে মেলায় আসা মিনহাজুল ইসলাম বলেন, নতুন বাড়ির পরিবেশের সৌন্দর্যবর্ধনের
জন্য আম্মার সাথে ফল গাছ নিতে এসেছি। ২টি আম, ১টি কামরাঙ্গা, ১টি লিচু গাছ
কিনেছি। দাম তেমন বেশি না। তবে বিদেশি গাছগুলোর দাম অনেক বেশি। যার কারনে
বিদেশি গাছ দেখেই চলে যেতে হচ্ছে।
মেলার বিভিন্ন স্টলে কথা বলে জানা
যায়, এবছর মেলা শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়েছে বেচাকেনা। বেচাকেনার এ
ধারা এবং আবহাওয়া ঠিক থাকলে দারুন লাভবান হবেন নার্সারির মালিকরা।
মেলায়
আগত জাতীয় পুরুস্কার প্রাপ্ত গ্রীন হাউজ নার্সারির স্বত্তাধিকারী বলেন, এ
বছর ৫০ জাতের উপরে আমের চারা আছে, যেগুলোর দাম ৩ হাজার টাকা থেকে ২০ হাজার
টাকা পর্যন্ত। বরাবরের মতো এবারও বনশায়ী আমাদের মেইন আকর্ষন। এছাড়া বাসায়
সাজানোর বিভিন্ন ইনডোর আইটেম এবং নতুন নতুন ফুল এবং ফলের গাছ দিয়ে সাজানো
হয়েছে আমাদের নার্সারি। সর্বনি¤œ ২০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা দামের
যেকোনো গাছ আমাদের এখানে পাওয়া যাবে।
মেলায় আগত তোহা এগ্রো নার্সারির
স্বত্ত্বাধিকারী বলেন, দেশি-বিদেশি বিভিন্ন গাছ নিয়ে আমাদের স্টলটি সাজানো
হয়েছে। আশা করি বৃক্ষপ্রেমিরা আমাদের এই স্টল থেকে পছন্দের যেকোনো গাছ নিতে
পারবে।সবুজে সবুজে আচ্ছাদিত হবে বৃক্ষপ্রেমির বাড়ির আঙ্গিনা। পছন্দের গাছে
মুগ্ধতা ছড়াবে সমগ্র কুমিল্লায় এমনটাই প্রত্যাশা।