মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
বিক্রি হচ্ছে ‘স্বর্গের জমি’, প্রতি বর্গমিটারের দাম ১১ হাজার টাকা!
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৮:২৩ পিএম |

বিক্রি হচ্ছে ‘স্বর্গের জমি’, প্রতি বর্গমিটারের দাম ১১ হাজার টাকা! চাঁদে কিংবা মঙ্গলগ্রহে জমি বিক্রির খবর শুনে যারা অবাক হয়েছিলেন, নতুন এক খবরে তারা এবার হতবাক হতে পারেন। কী সেই খবর? বলা হচ্ছে, এবার বিক্রি হবে ‘স্বর্গের জমি’! প্রতি বর্গমিটার জায়গা নাকি সেখানে বিক্রি হচ্ছে ১০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার টাকা বেশি)।

চলতি সপ্তাহে মেক্সিকোর একটি গির্জা ‘স্বর্গে জমি বিক্রি’ করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। এর আগে এ নিয়ে টিকটকে পোস্ট করেন এক ব্যবহারকারী।
 
শুধু সামাজিক মাধ্যম নয়, মূল ধারার বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। এসব খবরে বলা হয়েছে, ইগলেশিয়া দেল ফাইনাল দে লস গির্জা ‘স্বর্গে একখণ্ড জমি’ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ ডলার সংগ্রহ করেছে।
 
তবে বিষয়টি কিন্তু আদৌ সত্য নয়। আসলে ব্যঙ্গ করে ইভানজেলিক্যাল গির্জার নাম করে এই ‘স্বর্গে জমি বিক্রি’র কথা বলা হচ্ছে। যারা এই কাজটি করছেন, তারা এর মাধ্যমে গির্জার একশ্রেণির ধর্মগুরুর প্রতারণার কথা তুলে ধরতে চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংগঠনের পেজটিও আবার বেশ জনপ্রিয়।
তথাকথিত এই জমি বিক্রির ঘোষণায় বলা হয়েছে, ‘স্বর্গে প্রতি বর্গমিটার জমির দাম হবে ১০০ মার্কিন ডলার। আগ্রহী গ্রাহকরা আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল পে বা অন্যকোনো মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।’
 
কথিত ওই গির্জার ধর্মযাজকের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, তিনি ২০১৭ সালে ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন। যিনি (ঈশ্বর) তাকে স্বর্গে জমি বিক্রির অনুমোদন দিয়েছেন।
 
জমি বিক্রির এ খবরটি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এতে মন্তব্যও করেন অসংখ্য মানুষ।
 
এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি চাই কোনো ধর্মযাজক আমার কাছে স্বর্গের জমি বিক্রির চেষ্টা করুন। তাহলে আমি তাকে সেখানে পাঠাতাম এবং বলতাম আমাকে ভিডিও কল করতে যাতে আমি কি কিনছি তা দেখতে পেতাম।’
 
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার জানা দরকার কারা জমি দিচ্ছে, যাতে আমি তাদের স্বর্গের জমিতে মূল্যছাড়ের অফার দিতে পারি।’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘ঈশ্বরের নামে এমন চাতুর্য্য শয়তানের কাজ।’
 
উল্লেখ্য, ইন্টারনেটে ওই গির্জার নাম লিখে সার্চ দিলে সংশ্লিষ্ট সংস্থার একটি ফেসবুক পেজ পাওয়া যাচ্ছে। যাতে উল্লেখ করা আছে, ‘শুধুমাত্র বিনোদনের’ জন্যই এটি খোলা হয়েছে।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২