বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
দাউদকান্দি টোলপ্লাজায় ফিরিয়ে দেয়া হচ্ছে ঢাকামুখী চামড়াবাহী ট্রাক
তানভীর দিপু
প্রকাশ: সোমবার, ১৭ জুন, ২০২৪, ১০:১২ পিএম |

দাউদকান্দি টোলপ্লাজায় ফিরিয়ে দেয়া হচ্ছে ঢাকামুখী চামড়াবাহী ট্রাকমন্ত্রনালয়ের নির্দেশনায় বাইরের জেলা থেকে ঢাকা ঢুকতে দেয়া হচ্ছে না কোরবানির পশুর চামড়া। ফিরিয়ে দেয়া হয়েছে চামড়াবাহী শতাধিক ট্রাক-পিক আপ। চট্টগ্রাম বিভাগ থেকে রাজধানী ঢাকার প্রবেশদ্বার কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় আটকে দেয়া হয়েছে এসব চামড়াবাহী যানবাহন। আটক চামড়ার ট্রাক-পিকআপগুলো আবার স্ব স্ব স্থানে ফিরে চামড়া সংরক্ষণের জন্য্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।  কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে কার্যক্রম মনিটরিং করছেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ জিয়াউর রহমান ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী। 
দাউদকান্দি উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার) মোঃ জিয়াউর রহমান জানান, ঈদ উল আযহার সন্ধ্যা ৬টা পর্যন্ত দাউদকান্দি টোলপ্লাজায় অন্তত ৭০টি চামড়াবাহী ট্রাক পিকআপ আটক করা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে চামড়া যাচ্ছিলো ঢাকায়। নির্দেশনা রয়েছে, চামড়া পঁচা রোধে বাইরের জেলা থেকে আগামী ১০ দিন ঢাকায় কোরবানির পশুর চামড়া প্রবেশ করতে পারবে না।
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা চামড়ার ট্রাক ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদেরকে স্থানীয় ভাবে চামড়া সংরক্ষণের জন্য বলা হচ্ছে। বিসিক এর কর্মকর্তাদের বলা হয়েছে- পর্যাপ্ত মজুদ লবন দিয়ে তাদের সহযোগিতা করার জন্য।দাউদকান্দি টোলপ্লাজায় ফিরিয়ে দেয়া হচ্ছে ঢাকামুখী চামড়াবাহী ট্রাক
তিনি আরো জানান, তারা যদি চান চামড়া বিক্রি করে দিবেন, তাহলে স্থানীয় কোন পাইকারী বিক্রেতার কাছে বিক্রি করতে পারেন। কিন্তু ঢাকায় চামড়া নেয়া যাবে না। আমরা এ পর্যন্ত এক শ টি চামড়াবাহী যানবাহন ফিরিয়ে দিয়েছি।  
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উল আযহার প্রস্তুতি সংক্রান্ত সভায় কেন্দ্রিয় ভাবে সিদ্ধান্ত হয় যে ‘ দেশের সকল প্রান্ত হতে ঢাকায় একত্রে সকল চামড়া প্রবেশ করে পঁচে যাওয়ার সম্ভাবনা যেন সৃষ্টি না হয় সেজন্য ঈদ পরবর্তী নূন্যতম ১০ দিন কোন চামড়া ঢাকায় প্রবেশ করতে দেয়া যাবে না।’ এরই প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ যৌথভাবে মনিটরিং করছে।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২